কুমিল্লায় দুর্ঘটনা: ৭ ঘণ্টা পর ট্রেন চালু

কুমিল্লায় ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষের পর ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের বন্ধ হওয়া রেল যোগাযোগ প্রায় সাত ঘণ্টা পর চালু হয়েছে।

কু‌মিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2021, 05:45 AM
Updated : 29 August 2021, 11:22 AM

কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, রোববার সকাল ৯টা ১৫ মিনিটে রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর কুমিল্লা স্টেশনে আটকা পড়া বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে শনিবার রাত ২টার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী 'মহানগর এক্সপ্রেস' একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রোববার ভোর ৪টায় লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে কাজ শুরু করে বলে লিয়াকত আলী জানান।

তিনি বলেন, “দুর্ঘটনায় মহানগর এক্সপ্রেসের একটি বগি ক্ষতিগ্রস্থ হয়েছে।”

 কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, দুর্ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীদের ২/১ জন সামান্য আহত হয়েছেন; তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।