দিনাজপুরে মা ও ছেলে অপহরণ: সিআইডি সদস্যদের জামিন হয়নি

দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণ মামলায় গ্রেপ্তার আসামি সিআইডি’র তিন সদস্যের জামিন নামঞ্জুর করেছে আদালত।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2021, 04:32 PM
Updated : 28 August 2021, 04:32 PM

দিনাজপুর আদালত পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার বিকেলে আসামিদের আইনজীবীর দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা জামিন আবেদন নামঞ্জুর করেছেন বিচারক শিশির কুমার বসু।

গ্রেপ্তাররা হলেন, রংপুর সিআইডি’র এএসপি সারোয়ার কবীর সোহাগ, এএসআই হাসিনুর রহমান এবং কনস্টেবল আহসান-উল হক ফারুক।

মনিরুজ্জামান আরও জানান, শুনানির সময় আসামিদের আদালতে আনা হয়নি। দিনাজপুর কোর্ট পুলিশের এসআই সবুজ আলী জামিনের বিরোধিতা করেন।

ফাইল ছবি

এদিকে এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসান-উল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার খবর এসছে।

সিআইডি রংপুরের ভারপ্রাপ্ত এমপি আতাউর রহমান বলেন, “আমরা তাদের বিষয়ে সদর দপ্তরে রিপোর্ট পাঠিয়েছি এবং আমি জানতে পেরেছি ওই দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তের কাগজ এখনো আমার হাতে আসেনি।”

দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে মামলায় এ তিনজনসহ ৫ আসামি দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন।