সেই গোখরা সাপের ডিম থেকে বাচ্চা ফুটল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন বিভাগের উদ্ধার করা গোখরা সাপের ডিম থেকে বাচ্চা ফুটেছে।

বিকুল চক্রবর্তী: মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2021, 02:49 PM
Updated : 28 August 2021, 02:49 PM

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বের হওয়া ১৫টি বাচ্চা লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে বলে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন।

গত ১৪ জুলাই বন বিভাগের সহযোগিতায় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও Stand For Our Endangered Wildlife ( S E W) টিম যৌথ উদ্যোগে কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রাম থেকে ১৫টি ডিমসহ গোখরাটি উদ্ধার করা হয়।

সাপটি ওই দিনই লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয় এবং ডিমগুলো নিয়ে আসা হয় শ্রীমঙ্গলের রেঞ্জ অফিসে। ১ মাস মাস ১৪ দিন পর ডিম ফুটতে শুরু করে।