জনপ্রতিনিধির মর্যাদা নিজেদের রক্ষা করতে হবে: সচিব জিয়াউল হাসান

জনপ্রতিনিধিদের মর্যাদা তাদেরই রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব জিয়াউল হাসান।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2021, 01:40 PM
Updated : 28 August 2021, 01:40 PM

শনিবার সকালে কুড়িগ্রাম জেলার কোভিট ১৯, পরিস্থিতি, বন্যার ও ত্রাণ কার্যক্রম সংক্রান্ত বিষয় নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভায় জিয়াউল হাসান বলেন, করোনাসহ যেকোনো দুর্যোগে সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে। সকলকে ত্রাণ-সাহায্য দিতে হবে। বিতরণে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।

“জনপ্রতিনিধির মর্যাদা নিজেদের রক্ষা করতে হবে। আমজনতার ট্যাক্সের টাকায় বেতন নেন আপনারাও, কাজেই আমরা সবাই পাবলিক সার্ভেন্ট।” 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রীর হাত হিসেবে আমরা বেতনসহ সরকারের অনেক সুযোগ-সুবিধা পেয়ে ভালো আছি। তারপরও মাঠ পর্যায়ের কর্মকর্তারা যদি নোংরামি করেন, দুর্নীতি করেন তাহলে কঠোর হস্তে দমন করা হবে। অধিনস্থ কর্মকর্তাদের শাসন করতে হবে। জনপ্রতিনিধিদেরও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে।

সম্প্রতি রাতে ব্যানার সরানোকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং বরিশাল সিটির মেয়র মুখোমুখি অবস্থান নেন। পাল্টাপাল্টি মামলা ছাড়াও দেশব্যাপী আলোচনায় উঠে আসা এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের সংগঠন ‘অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন’ জনপ্রতিনিধিদের লক্ষ্য করে 'দুর্বৃত্ত' উল্লেখসহ বিতর্কিত এক বিবৃতি দেয়। তবে বেশিরভাগ সরকারি কর্মকর্তা এ বিবৃতির সঙ্গে একমত নন বলেও পরে মন্ত্রী পরিষদ সচিব জানিয়েছিলেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিলুফার সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, জনস্বাস্থের নির্বাহী প্রকৌশলী সায়মন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজাউদ্দৌলা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, তথ্য অফিসের উপ-পরিচালক নূরনবী খন্দকার বাবলা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লবসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।