‘মাদক কারবারে বাধা দেওয়ায়’ কলেজ ছাত্র খুন, গ্রেপ্তার ২

কুমিল্লায় ‘মাদক কারবারে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2021, 04:54 PM
Updated : 27 August 2021, 04:54 PM

কুমিল্লা নগরীর বজ্রপুর এলাকায় গত বুধবার রাতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মিথুন ভূঁইয়া [২০] বজ্রপুর এলাকার লিটন ভূঁইয়ার ছেলে; তিনি কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন

এই ঘটনায় শুক্রবার দুপুরে পুলিশ মিরাজ ও শরিফুল ইসলাম রাসেল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।

নিহতের স্বজনরা জানান, মিথুন লেখাপড়ার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মানবিকতা’র কর্মী ছিলেন। এলাকায় মাদক ব্যবসা না করতে বজ্রপুর এলাকার এক ছেলেকে (১৭) একাধিকবার বাধা দেন মিথুন। এ নিয়ে ওই ছেলে ও তার সহযোগীরা একাধিকবার মিথুনকে হত্যার হুমকি দেয়।

মিথুনের বাবা লিটন ভূঁইয়ার অভিযোগ, গত বুধবার তার ছেলে মিথুন বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় কয়েকজন তরুণ-যুবক মিথুনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়; এতে তার তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকাল ১০টায় সে মারা যায়।”

তিনি এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কলেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম বলেন, এ ঘটনায় ‘সন্দেহভাজন জড়িত’ মিরাজের বাড়ি থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

“এই ঘটনায় জড়িত সন্দেহে মিরাজ ও রাসেল নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

অপর সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার পুলিশের একাধিক টিমের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।