পদ্মায় ধরা পড়ল ২২ কেজির পাঙ্গাস

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জেলের জালে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2021, 12:59 PM
Updated : 27 August 2021, 12:59 PM

শুক্রবার ভোররাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পরাণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরাণ হালদার পাবনা জেলার কাজিরহাট এলাকার বাসিন্দা।

দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ভোররাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত মো. দুলাল চালাকের মৎস্য আড়তে আনা হয়।

“সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি প্রতি কেজি ১ হাজার ৪শ টাকা দরে মোট ৩০ হাজার ৮শ টাকায় কিনে নিই। পরে যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ১ হাজার ৫শ টাকা কেজি দরে ৩৩ হাজার টাকায় বিক্রি করি।”

অনেক দিন পর একটি মাছ ভালো লাভে বিক্রি করতে পেরে খুশি বলে জানান চান্দু মোল্লা।