চোর সন্দেহে পিটিয়ে হত্যা, পদ্মা রেল লিংক প্রকল্পের ১০ প্রহরী আটক

চোর সন্দেহে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগে পদ্মা রেল লিংক প্রকল্পের ১০ প্রহরীকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2021, 12:41 PM
Updated : 27 August 2021, 12:41 PM

জুলহাস হাওলাদার (৩৫) নামে এই অটোরিকশা চালককে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে হত্যা করা হয় বলে মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন জানান।

নিহত জুলহাস জেলার লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রের হাসান হাওলাদারের ছেলে।

জুলহাসের স্ত্রী জেসমিন আক্তার বলেন, ভোর সাড়ে ৪টার দিকে অটোরিকশা নিয়ে বের হন জুলহাস। সকাল সাড়ে ৭টার দিকে তার মোবাইল ফোন থেকে খবর আসে জুলহাসের বড় ভাইয়ের কাছে। খবর পেয়ে তারা গিয়ে প্রকল্প এলাকায় রক্তাক্ত  জুলহাস মাটিতে পড়ে থাকতে দেখেন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, এ ঘটনায় পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পের ১০ প্রহরীকে আটক করা হয়েছে। আরও দুই-তিনজন এর সঙ্গে যুক্ত আছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

“গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা চোর সন্দেহে জুলহাসকে পিটিয়েছেন। পুলিশ তদন্ত করে দেখছে আসলে এখানে চুরির কোনো বিষয় আছে নাকি অন্য কিছু আছে। পুলিশ প্রত্যেকটা বিষয় ক্ষতিয়ে দেখছে।”