শেখরাসেল সেতুর প্রতিরক্ষা বাঁধে আবারও ধস

দশ দিনের ব্যাবধানে শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর রক্ষা বাঁধের আরেকটি অংশে ধস দেখা দিয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2021, 10:23 AM
Updated : 26 August 2021, 10:39 AM

উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে হরিপুর এলাকায় এই বাঁধের প্রায় ৫০ মিটার ধসে পড়ে।

স্থানীয়রা জানান, চার বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৫০৪ মিটার দৈর্ঘ্যের এই সেতু বাস্তবায়ন করে। দফায় দফায় ভাঙনে চরম ঝুঁকিতে পড়েছে সেতুটিসহ নিকটস্থ স্কুল-মাদ্রাসা, বসতভিটাসহ স্থানীয় জনপদ। এতে ঘটনায় চরম আতঙ্কে দিন কাটছে তাদের।

তাদের অভিযোগ, ভুল নকশা এবং নির্মাণ ত্রুটির কারণে সেতুটির বিভিন্ন অংশ একাধিক ক্ষতিগ্রস্থ হয়েছে। আর তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় সেতুটি আরও ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা জামাল দরবেশ হাফিজের অভিযোগ, ভাঙন রোধে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোপূর্বে একাধিকবার লিখিত আবেদন করেও কোন ফল পাননি তারা। জরুরি ভিত্তিতে এর সমাধান করা জরুরি।

পাউবির প্রকৌশলী আফসার উদ্দিন বলেন, শেখ রাসেল সেতুর প্রতিরক্ষা বাঁধে ধসের খবর পেয়ে জরুর ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ফেলানো হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ঝুঁকিমুক্ত হবে না ততক্ষণ জিওব্যাগ ফেলা হবে।