ভারতের উপহার আরও ৪০ অ্যাম্বুলেন্স বেনাপোলে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে প্রতিশ্রুত উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স দেশে এসেছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2021, 08:30 AM
Updated : 26 August 2021, 08:47 AM

বেনাপোল শুল্কভবনের চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বৃহস্পতিবার সকালে ভারতের পেট্রাপোল বন্দর থেকে প্রতিশ্রুত উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে ঢুকেছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আশরাফ আলী অ্যাম্বুলেন্সগুলো গ্রহণ করেন। এ নিয়ে উপহারের ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে ৭১টি অ্যাম্বুলেন্স দেশে আসল বলে জানান তিনি।

বেনাপোলে উত্তরা মোটরসের প্রতিনিধি মেহেদি হাসান বলেন, “উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। যাতে কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে।

“এর আগে চলতি বছরের ২১ মার্চ ভারত সরকারের উপহারের প্রথম চালানে একটি অ্যাম্বুলেন্স দেশে আসে। গত ৭ অগাস্ট দ্বিতীয় চালানে আসে ৩০টি অ্যাম্বুলেন্স।”

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ২০২১সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরে স্বাস্থ্যসেবা উন্নয়ন ও কোভিড-১৯ মহামারী মোকাবেলায় যৌথ প্রচেষ্টায় অংশ হিসাবে বাংলাদেশ সরকারকে ১০৯টি 'লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স' উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মোদী।

উপহারের তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল স্থলবন্দরে ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার পথে নেওয়া হবে।

প্রতিশ্রুত বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছানোর কথা রয়েছে বলে জানান তিনি।