গাইবান্ধায় ‘গরু নিয়ে’ বাবার বাড়ি আসা গৃহবধূর লাশ উদ্ধার

গাইবান্ধায় স্বামী বাড়ি থেকে ‘দুটি গরু নিয়ে’ আসা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2021, 01:32 PM
Updated : 25 August 2021, 01:32 PM

বুধবার দুপুরে সুন্দরগঞ্জ পজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা গ্রামের ধানক্ষেতের পাশে এক গাছের গোড়ায় গলায় ওড়না পেচাঁনো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

প্রতীকী ছবি

নিহত নুরবানু বেগম (৩৩) রংপুরের পীরগাছা উপজেলার রহমতের চর গ্রামের আব্দুর রশিদ মিয়ার স্ত্রী এবং চরখোর্দ্দা গ্রামের সাহেব আলীর মেয়ে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে।

নুরবানুর বড় ভাই হামিদুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, তার বোনের স্বামী বর্তমানে ফেনীতে রিকশা চালান।

এ কারণে গত মঙ্গলবার দুপুরে তার বোন স্বামীর বাড়ি থেকে দু’টি গরুসহ তাদের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে গরু দুটি তার এক চাচাতো ভাইকে দেন। এরপর বাবার বাড়ি আসেন তিনি। সন্ধ্যায় আবারও বাইরে গিয়ে আর বাড়ি ফেরেননি তার বোন।

বুধবার সকালে তার মরদেহ উদ্ধারের পর সেই চাচাতো ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

নুরবানুকে কেউ হত্যা করে লাশ এখানে গাছের গোড়ায় ফেলে রেখেছে বলে ধারণা করছেন তিনি।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।