সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় নদীতে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় করতোয়া নদীতে পড়ে নিখোঁজ হওয়া ভ্যানচালকের লাশ একদিন পর উদ্ধার করেছেন ডুবুরিরা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2021, 08:02 AM
Updated : 25 August 2021, 08:30 AM

নিহত সুদেবচন্দ্র বিশ্বাস (২০) জেলার শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামের সুবিদচন্দ্র বিশ্বাসের ছেলে। 

বুধবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে বলে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাদির হোসেন জানান।

তিনি বলেন, মঙ্গলবার বিকালে উল্লাপাড়া শহরের ঘাটিনা রেল সেতু দেখার জন্য ভ্যানে করে চার-পাঁচজন যাত্রী নিয়ে আসেন সুদেব। যাত্রীদের সঙ্গে সুদেবও সেতুর ওপরে ওঠেন । এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস সেতু অতিক্রম করতে গিয়ে সুদেবকে ধাক্কা দেয়। সুদেব নদীতে পড়ে নিখোঁজ হন। মঙ্গলবার উদ্ধার অভিযান চালিয়ে তাকে না পাওয়া গেলে বুধবার সকালে রাজশাহী থেকে ডুবুরি দল আসে। 

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি শাহ কামাল জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা যোগাযোগ করলে হস্তান্তর করা হবে।