ভাসানচরে পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর প্রাণহানি

নোয়াখালীর ভাসানচরে পানিতে ডুবে দুই সহোদরসহ তিন রোহিঙ্গা শিশু মারা গেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2021, 02:54 PM
Updated : 24 August 2021, 02:54 PM

মঙ্গলবার সকালে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এ চেয়ারম্যান দীঘিরত এই তিন শিশু ডুবে যায়।  

এরা হলো ৫৪ নম্বর ক্লাস্টারের বি-৯/১০ নম্বর কক্ষের বাসিন্দা দলিলুর রহমানের দুই ছেলে জামাল হোসেন (৯) ও আনিসুর রহমান আনাস (৬) এবং একই ক্লাস্টারের বি-১১/১২ নম্বর কক্ষের আব্দুর সবুরের ছেলে মো. হাফসা (৫)।

ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টায় চার শিশু জামাল হোসেন, আনিসুর রহমান, হাফসা ও জুনায়েদ আশ্রয়ণ প্রকল্প-৩ এর চেয়ারম্যান দীঘিতে নামে এবং পানিতে ডুবে যায়।

“তাদের সঙ্গে থাকা অপর শিশু মো. জুনায়েদ নিকটবর্তী ক্লাস্টারে রোহিঙ্গাদেরকে বিষয়টি জানায়।”

বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় রোহিঙ্গারা তিন শিশুকে উদ্ধার করে ভাসানচর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ তিনটি শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে; পরে তাদের দাফন করা হয়।