কোভিডে খুলনা বিভাগে ১২ জনের মৃত্যু

খুলনা বিভাগে একদিনে করোনাভাইরাসে আরও ১২ জন মারা গেছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2021, 11:46 AM
Updated : 24 August 2021, 11:46 AM

মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার বলেন, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সময়ে নতুন করে ২৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছে ৭৮৯ জন।

কোভিডে মারা যাওয়া সর্বশেষ ১২ জনের মধ্যে যশোর ও ঝিনাইদহের ৩ জন করে, খুলনা ও কুষ্টিয়ার ২ জন করে এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ১ জন করে রয়েছে।

গত সোমবার এ বিভাগে কোভিডে ১০ জনের মৃত্যু হয়েছিল।

সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ১ হাজার ৯৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ১০।

আগের ২৪ ঘণ্টার চেয়ে ৩৫১টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৯৪১। মৃত্যুর হার ২ দশমিক ৭৪।

চার লাখ ৬১ হাজার ৯৯২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ২২০ জনের। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৬ হাজার ৮৩৩ জনের করোনা হয়েছে বলেন তিনি।