বগুড়ায় জাতীয় সংগীত অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫

জাতীয় সঙ্গীত অবমাননা করে বগুড়ায় টিকটিক ভিডিও বানানোর অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2021, 09:10 AM
Updated : 24 August 2021, 09:28 AM

সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান।

ফাইল ছবি

এরা হলেন- নুরে আলীফ (২২), আলভি ওরফে সুজন (২০), রাফি ওরফে আরিফ আলী (২০) ও মো. মিসকাত হোসেন (১৯)। (বাকি একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হল না।)  

তাদের সবার বাড়ি বগুড়া সদরে বলে পুলিশ জানিয়েছে।

ওসি বলেন, বগুড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি করে কিছু যুবক। পরে ভিডিওটি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে ওই পাঁচ যুবককে আটক করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইন অনযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।