সাতক্ষীরায় পৌরদীঘিতে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু

সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পৌরদীঘিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে একজনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2021, 08:03 PM
Updated : 22 August 2021, 08:03 PM

রোববার রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে সিভিল ডিফেন্স’র ডুবুরিরা বলে জানান সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন।

মৃত মহিবুল্লাহ তরু (৪৭) সদর উপজেলার শাল্যে গ্রামের মৃত দ্বীন আলী সরদার ওরফে দুখু মুন্সীর ছেলে। তিনি সাতক্ষীরা সদর উপজেলা নকল নবীশ সমিতি’র সভাপতি ছিলেন।

ওসি জানান, রোববার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রার মশিয়ার রহমান, নকল নবীশ মহিবুল্লাহ তরু (৪৭) এবং রাসেল শহীদ আব্দুর রাজ্জাক পৌরদীঘি সাঁতরে এপার-ওপার যাওয়া-আসার সিদ্ধান্ত নেন।

সাঁতারে দীঘি পার হওয়ার পথেই মহিবুল্লাহ তরু ডুবে যায়। তবে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় স্থানীয়রা।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খবর দিলে খুলনা সিভিল ডিফেন্স’র ডুবুরিরা এসে রাত ১১টার দিকে তরুর মরদেহ উদ্ধার করে বলেন তিনি।

ময়না তদন্ত ও অধিকতর তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানানো সম্ভব হবে বলে জানান ওসি।

সাতক্ষীরা সদর উপজেলা নকল নবীশ সমিতি’র সাধারণ সম্পাদক মীর মাহমুদুল

ইসলাম লাল্টু জানান, সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রার মশিয়ার রহমান তাকে জানিয়েছেন, তিনজন দীঘিতে সাঁতার কাটার পরিকল্পনা নিয়েছিলেন।