রাঙামাটিতে সেতু ভেঙে ট্রাক খাদে

রাঙামাটির কাউখালি উপজেলায় বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক নদীতে পড়েছে; এতে উপজেলা শহর ও নাইল্যাছড়ির মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2021, 07:50 AM
Updated : 21 August 2021, 07:50 AM

পোয়াপাড়া এলাকার এই সেতুটি শুক্রবার রাত ১২টার দিকে ভেঙে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কাউখালি থানার ওসি মো. শহিদুল্লাহ্ বলেন, সেতুটি ট্রাকসহ নদীতে পড়ে চালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা বেশি খারাপ না। দুর্ঘটনার পর কাউখালি-নাইল্যাছড়ি সড়ক বন্ধ রয়েছে।

তিনি জানান, কাউখালিতে নির্মাণাধীন পলিটেকনিক ইনস্টিউটে ব্যবহারের জন্য ট্রাকটি পাথর নিয়ে যাচ্ছিল।

মো. জসীমউদ্দিন নামে এলাকার এক ব্যক্তি জানিয়েছেন, এই সেতু দিয়ে কলমপতি ইউনিয়নসহ আশপাশের এলাকার পাহাড়িরা কৃষিপণ্য নিয়ে বাজারে যায়। মেরামত না হওয়া অবধি সপ্তাহিক হাটসহ স্থানীয় জনজীবনে প্রভাব পড়বে।

এ বিষয়ে রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন বলেন, এ ধরনের সেতুর সক্ষমতা ১০ টন। কিন্তু যে ট্রাকটি পড়ে গেছে তাতে প্রায় ৩৫ টন মাল ছিল।

সেতুটি সংস্কার করে ফের চালু করতে অন্তত দুই সপ্তাহ লাগবে বলে জানান তিনি।