বাগেরহাটে বিনোদন কেন্দ্রগুলো খুলেছে, খোলেনি সুন্দরবনে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টানা পাঁচ মাস বন্ধ থাকার পর বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদসহ সব বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। তবে সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো খোলেনি।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2021, 06:02 PM
Updated : 19 August 2021, 06:02 PM

বৃহস্পতিবার দুপুরে ষাটগম্বুজ মসজিদ, যাদুঘরসহ সব বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।  

মাদারীপুর থেকে আসা দর্শনার্থী সাইফুল ইসলাম বলেন, “ষাটগম্বুজ মসজিদ খুলে দেওয়ার খবর শুনে এখানে মসজিদ দেখতে এসেছি।”

শরীয়তপুর থেকে আসা আরেক দর্শনার্থী আবিদুর রহমান বলেন, “অনেক আগে থেকেই মসজিদ দেখতে আসার ইচ্ছা ছিল। কিন্তু দেশে লকডাউন থাকার কারণে আসতে পারিনি। লকডাউন শেষে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় দেখতে আসলাম।”

বাগেরহাট প্রত্নতত্ত্ব বিভাগের ভারপ্রাপ্ত কাস্টোডিয়ান মো. হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুর ২টায় মন্ত্রণালয়ের নির্দেশনা হাতে পেয়ে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ করতে বলা হয়েছে।

বাগেরহাট পৌর পার্কের মালিক সাগর শেখ বলেন, করোনার সংক্রমণে বন্ধ থাকার পাঁচ মাস পরে সরকারের নির্দেশনা মেনে বৃহস্পতিবার বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এখন বর্ষা মৌসুম। এ সময়ে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা কম আসেন।

“দীর্ঘদিন পার্কটি বন্ধ থাকায় লোকসানের মুখে পড়েছি। এতদিন কর্মচারীদের বসিয়ে বেতন দেওয়া হয়েছে। লোকসমাগম না বাড়লে ক্ষতি পেষানো দুরুহ হবে।”

সুন্দরবন রির্সোটের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় পার্কের রাইডগুলোতে ধুলো ময়লা জমে ছিল। সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বৃহস্পতিবার পার্কটি খুলে দেওয়া হয়েছে। পার্কে একেবারেই ভিড় নেই। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে এখানে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বাগেরগাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বাগেরহাটে বিশ্ব ঐতিহ্যের অংশ ষাটগম্বুজ মসজিদসহ বেসরকারি সব বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তারা এসব কেন্দ্রে দর্শনার্থীদের প্রবেশ করতে দেবে। যারা সরকারের নির্দেশনা প্রতিপালনে উদাসীনতা দেখাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খোলেনি সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো

জেলার সব বিনোদন কেন্দ্রগুলো খুললেও সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো খোলার আদেশ দেয়নি সরকার।

খুলনার বনসংরক্ষক মিহির কুমার দো বলেন, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সুন্দরবনে ঢোকার পাশ-পারমিট দেওয়া বন্ধ রয়েছে। পর্যটন কেন্দ্রগুলোতেও যাওয়ার অনুমতি আসেনি।

“আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সুন্দরবনে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। ১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে।”