বগুড়ায় ‘বিট কয়েন দিয়ে প্রতারণা’: চারজন আটক

বগুড়ায় বিট কয়েন ব্যবসার নামে বিপুল টাকা হাতিয়ে নেওয়া অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2021, 03:16 PM
Updated : 18 August 2021, 03:16 PM

বুধবার দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোতাট্টি বাজারে এ অভিযানে তাদের কাছ থেকে ছয় লক্ষাধিক টাকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে বগুড়া র‌্যাব ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন। 

গ্রেপ্তাররা হলেন, দুপচাঁচিয়া উপজেলার কোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইসমাইল হোসেন ফিরোজ, আবু সাঈদের ছেলে রুহুল আমিন বিকাশ, পোতাট্টি গ্রামের মকবুল হোসেনের ছেলে মাসুদ রানা এবং তৈয়ব মীরের ছেলে মাইনুল ইসলাম।

র‌্যাব কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পোতাট্টি বাজারে এনজেড রোবোট্রেড লিমিটেড নামের এলএমএল ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে বিট কয়েনের ব্যবসায় লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল তারা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে র‌্যাব হাতে চারজন আটক হওযার খবর পাওয়ার কথা জানিয়েছেন দুপচাঁচিয়া থানার ওসি হাসান রায়েত।