নাটোরে স্ত্রীর ভাইকে নির্যাতন, ইউপি সদস্য আটক

নাটোরে একজনকে বাঁশের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2021, 04:04 PM
Updated : 17 August 2021, 04:04 PM

মঙ্গলবার সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানান, এ মারধরের মামলায় ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তার ফজর আলী (৩৮) তাজপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য।

ওসি জানান, গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের খরসতি বাজারে ইউপি সদস্য ফজর আলীর দ্বিতীয় স্ত্রী রেখার দোকানে আসে তারই মামাত ভাই ভ্যানচালক মিজু আহমেদ।

“এ সময় রেখার স্বামী ফজর আলী দোকানে ঢুকে মিজুকে বেদম মারপিট করতে থাকে। একপর্যায়ে তাকে ঘরের খুটির সাথে বেঁধে লোহার রড দিয়ে পেঠানো হয়।”

চিৎকারে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে মিজু আহমেদকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মিজু আহমেদ এ ইউনিয়নের খরসতি গ্রামের মোতালেব কাজীর ছেলে বলে জানান তিনি।

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, “খবর পাওয়া মাত্র আমি ঘটনাস্থলে যাই। দেখি ভ্যানচালককে পাশবিক নির্যাতন করা হয়েছে।”

এ বিষয়ে মিজু আহমেদ এর মা মর্জিনা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে সিংড়া থানায় মামলা করেছেন।