কোভিড: ময়মনসিংহে ৬ মৃত্যু, কুষ্টিয়ায় ৩

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিডে ছয়জনের মৃত্যু হয়েছে; তাছাড়া একই সময় কুষ্টিয়ায় মারা গেছে তিনজন।

কুষ্টিয়া প্রতিনিধিময়মনসিংহ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2021, 08:39 AM
Updated : 17 August 2021, 08:39 AM

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান মুন বলেন, একই সময় তাদের কোভিড ইউনিটে নতুন ৩০ জনকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে এই ইউনিটে ৩২৯ জন এবং আইসিউতে আরও ২১ জন চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে সুস্থ হয়েছে ৫৮ জন।

তাছাড়া সোমবার ৫০০ জনের পরীক্ষায় আরও ৯২ জনের কোভিড শনাক্ত হয়েছে এবং এই নিয়ে জেলায় ১৯ হাজার ৪২২ জন মোট আক্রান্ত হয়েছে; যাদের মধ্যে ১৪ হাজার ৬৭৯ জন সুস্থ হয়েছে বলে জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম জানান।

একই সময়ে কুষ্টিয়ায় চিকিৎসাধীন তিনজন কোভিড রোগী ও উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম।

এই নিয়ে জেলায় মোট ৬৮৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে এবং একই সময় জেলায় ৪৫৭ জনের পরীক্ষায় ৮৩ জনের কোভিড শনাক্ত হয়েছে বলেও তিনি জানান।