নারায়ণগঞ্জে বাস ও মাটিকাটা গাড়ির সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাসের সঙ্গে রাস্তা কাটার একটি যানের মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2021, 06:03 PM
Updated : 16 August 2021, 06:03 PM

উপজেলার মদনপুরের দেওয়ানবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের দুজন হলেন মাহমুদা বেগম ও সাইফুল ইসলাম। নিহত আরেকজন নারী; তার পরিচয় পাওয়া যায়নি।

তারা ইপিলিওন নামের একটি পোশাক কারখানার শ্রমিক।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, ইপিলিয়ন কারখানা ছুটি শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে নাফ পরিবহনের একটি বাসে করে শ্রমিকরা ঢাকার পথে যাচ্ছিলেন।

“দেওয়ানবাগ এলাকায় বিপরীত দিক থেকে আসা সড়ক ও জনপথ বিভাগের একটি ‘মিলিং মেশিনের’ [রাস্তা কাটার গাড়ি] সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।”

তিনি জানান, এতে ঘটনাস্থলে এক নারী মারা যান; আহত হন অন্তত ১০ জন। আল বারাকা নামে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বন্দর থানার ওসি দীপক চন্দ সাহা জানান, ঘটনার পর পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে  এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

ক্ষতিগ্রস্ত পরিবহনটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি রাস্তা কাটার গাড়িটি জব্দ করা হয়েছে।