কোভিড: কুষ্টিয়ায় ৬ মৃত্যু, ময়মনসিংহে আরও ৪

কুষ্টিয়ায় কোভিডে ছয়জনের মৃত্যু হয়েছে; ময়মনসিংহে মারা গেছে আরও চারজন।

কুষ্টিয়া প্রতিনিধিময়মনসিংহ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2021, 05:45 AM
Updated : 16 August 2021, 05:45 AM

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায় বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান মুন জানান, কোভিডে চাজন ছাড়াও তাদের হাসপাতালে কোভিডের উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাসপাতালের কোভিড ইউনিটে নতুন ৪১ জনসহ রোগী ছিল ৩৬৩ জন। তাদের মধ্যে আইসিউতে ছিল ২২ জন। একই সময় সুস্থ হয়েছে ৩৬ জন।

রোববার জেলায় ৭০৮ জনের পরীক্ষায় আরও ১৪৯ জনের কোভিড শনাক্ত হয়েছে বলে জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম জানান।

তিনি বলেন, জেলায় মোট শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩৩০ জন। সুস্থ হয়েছে ১৪ হাজার ৬২২ জন।

একই সময় কুষ্টিয়ায় চিকিৎসাধীন ছয় কোভিড রোগীর মৃত্যু হয়েছে বলে কুষ্টিয়া কোভিড ডেডিকেটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন জানান।

তিনি বলেন, সোমবার সকালে পজিটিভ ১৪২ জনসহ মোট ১৮৭ জন চিকিৎসাধীন ছিল।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম জানান, রোববার কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে ২৮৮ জনের পরীক্ষায় আরও ৫৭ জনের কোভিড শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় কোভিডে মোট মৃত্যু হয়েছে ৬৮২ জনের।