ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় রিকশার যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় রেলক্রসিং এ ট্রেনের ধাক্কায় এক রিকশাযাত্রী নিহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2021, 04:48 PM
Updated : 15 August 2021, 04:48 PM

রোববার রাত পৌনে ৯টার দিকে জেলা শহরের মৌড়াইল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহবুদ্দিন (৪৫) জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের জামারবালি গ্রামের মুলু মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত রিকশাচালক শাহজাহানকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, রোববার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ওই ক্রসিং অতিক্রম করার সময় একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা চালক ও আরোহী গুরুতর আহত হন।

তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিকশার আরোহী শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এবং মৌড়াইল রেলক্রসিংটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই রেলক্রসিং অরক্ষিত হয়ে রয়েছে।