তিস্তায় পানি বেড়ে রংপুরে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা নদীতে পানি বেড়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ি এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2021, 11:13 AM
Updated : 14 August 2021, 11:13 AM

ওই এলাকার সাউদপাড়া মাদ্রাসার সামনে বাঁধের প্রায় একশ মিটার ভেঙে গেছে। ব্লক সরে যাওয়ায় বাঁধটিতে ধস দেখা দিয়েছে।  ধস ঠেকাতে শুক্রবার রাতে ‘কাজ শুরু করেছে’ পানি উন্নয়ন বোর্ড।

ওই এলাকার জুয়েল মিয়া নামে এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাতে হঠাৎ করেই মূল বাঁধের প্রায় একশ মিটারে ব্লক সরে যায়। যেকোনো মুহূর্তে আরও ভেঙে ক্ষতি হতে পারে  অনেক পরিবারের।”

রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জ্যোতিপ্রসাদ ঘোষ ভাঙনকবলিত এলাকা পরিদর্শণ করেছেন।

তিনি বলেন, এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় রাতেই গাছ ও বাঁশ কেটে বাঁধের মুখে ফেলা হয়েছে। শনিবার সেখানে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কথা। আপাতত এক হাজার জিওব্যাগ ফেলতে এরই মধ্যে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে।

তবে বেলা ১১টা পর্যন্ত ঠিকাদার বা ঠিকাদারের কোনো লোকজন সেখানে দেখা যায়নি।