নোয়াখালীতে বিএনপি নেতাকে গুলিতে হত্যা, আটক ২

নোয়াখালী সদরে এক ইউনিয়ন বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে হামলাকারীরা। হামলায় আরও দুই জন আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2021, 06:02 PM
Updated : 13 August 2021, 06:41 PM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে এই হামলা হয়। 

নিহত হারুনুর রশিদ মোল্লা (৫০) আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 

আহত রমিজ উদ্দিন ও গিয়াস উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় সোহাগ ও মিলন নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

নিহত হারুন মোল্লার ভাই আমিনুল হক জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছেলে রমিজ উদ্দিনকে সঙ্গে নিয়ে স্থানীয় চৌকিদার বাজারের দিকে যাচ্ছিলেন হারুনুর রশিদ মোল্লা। বাজারের পশ্চিম পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা হারুনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, হারুনুর রশিদ মোল্লাকে মৃত অবস্থায় পান তারা। এ ঘটনায় আহত আরও দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে সুধারাম মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

“অভিযান চলাকালে রাত ১১টা পর্যন্ত সোহাগ ও মিলন নামে দুই জনকে আটক করেছে পুলিশ।”

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত হারুনুর রশিদ মোল্লা পশ্চিম মাইজচরা গ্রামের নজিবুল হকের ছেলে। তিনি আন্ডারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইবার বিএনপি দলীয় প্রার্থী ছিলেন।