কিশোরগঞ্জের পথে ট্রেন চলাচল শুরু সাড়ে ৭ ঘণ্টা পর

ভৈরবে বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ পথে বন্ধ থাকা ট্রেন চলাচল সাড়ে সাত ঘণ্টা পর ফের শুরু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2021, 03:57 PM
Updated : 13 August 2021, 03:57 PM

শুক্রবার রাত ৮টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হয় বলে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান।

নুরুন্নবী জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ভৈরব স্টেশনের আউটার পয়েন্টে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের পেছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

“এর ফলে ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে সরাসরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।”

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী আরও জানান, বিকাল ৩টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। রাত ৮টার দিকে লাইনচ্যুত বগিটিকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেন দুপুর থেকে ভৈরব স্টেশনে আটকা পড়ে বলে জানান নুরুন্নবী।