‘গরু বাঁচাতে’ গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন, যিনি তার ‘বিদ্যুৎস্পৃষ্ট গাভীকে বাঁচাতে চেষ্টা করেছিলেন’ বলে স্বজনের ভাষ্য।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2021, 02:52 PM
Updated : 12 August 2021, 02:52 PM

বুধবার সন্ধ্যায় উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের উত্তরপাড়ার এ ঘটনায় ওই বৃদ্ধার গাভীটিও মারা গেছে।  

নিহত রেজিয়া বেগম (৬৫) সাদেকপুর গ্রামের উত্তরপাড়ার সালাম শেখের স্ত্রী।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি শাহিন জানান, বুধবার দিনভর বৃষ্টি ছিল। এদিকে রেজিয়া বেগমের বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে সন্ধ্যায় আগুন লেগে খুঁটিসহ টানা দেওয়া জিআই তারে বিদ্যুতায়িত হয়ে যায়।

“ওই খুঁটিতেই গরুটি বাঁধা ছিল। সন্ধ্যা ৭টার দিকে দিকে রেজিয়া বেগম বাড়ির সামনে থেকে তার গাভীটি গোয়ালঘরে রাখতে যাওয়ার সময় ওই তারে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। গরুটিকে বাঁচাতে গিয়ে রেজিয়া নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।”

এতে ঘটনাস্থলেই রেজিয়া বেগম ও গাভীটি মারা যায় বলে ওসি জানান।