ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2021, 10:09 AM
Updated : 12 August 2021, 10:09 AM

সদর উপজেলার রনকাইল গ্রামে বৃহস্পতিবারের এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি এমএ জলিল।

তিনি বলেন, জমির বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় গ্রামের দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়। বিবদমান ‍দুই পক্ষকে পুলিশ থানায় হাজির হতে বলেছিল। কিন্ত তারা থানায় না এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকটি বসতবাড়ি ভাংচুর করা হয়। তাছাড়া এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষের সঙ্গে জড়ি ছয়জনকে আটক করে বলে জানান ওসি।

তবে তিনি আটককৃতদের নাম-ধাম বলেননি।

কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, জমির বিরোজের জেরে আগে একাধিকবার পুলিশের সহযোগিতায় সংঘর্ষ ঠেকানো হয়েছে।

“এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত মীমাংসার পর্যায়ে গিয়েছিলাম। তবু তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।”