রাঁধুনির শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

টাঙ্গাইলে এক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে হাসপাতালের এক নারী বাবুর্চির শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2021, 04:39 PM
Updated : 11 August 2021, 04:44 PM

গত রোববার [৮ অগাস্ট] জেলা প্রশাসক, সিভিল সার্জন ও ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন এই নারী।  

অভিযোগে বলা হয়, ওই স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি ওই নারী ও তার ভাগ্নিকে হাসপাতালে তার কোয়ার্টারে যেতে বলেন। পরে তারা সেখানে গেলে তাদের দুইজনকে কুপ্রস্তাব দেন।

এতে রাজি না হলে তিনি এই নারী বাবুর্চির শ্লীলতাহানির চেষ্টা করেন এবং শ্লীলতাহানি করতে না পেরে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

তবে এই স্বাস্থ্য কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, “যেহেতু ঘটনাটি স্পর্শকাতর তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দিয়েছি।”

জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহবুদ্দিন খান সাংবাদিক বলেন, “ভূঞাপুর হাসপাতালের বাবুর্চির লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে “

জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, অভিযোগ পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সিভিল সার্জনকে বলা হয়েছে।