খুলনায় আবারও একজনকে দুই ডোজ টিকা পুশ

খুলনায় আবারও একজনকে এক সাথে দুইডোজ করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2021, 12:32 PM
Updated : 10 August 2021, 12:32 PM

মঙ্গলবার দুপুরে খুলনা জেনারেল হাসপাতালে ৩৬ বছরের এক যুবককে মিনিট খানেকের মধ্যে দুইবার টিকা দেওয়া হয়।তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

টিকাগ্রহীতা মো. রোকনুজ্জামান নগরীর দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি খালপাড়ের বাসিন্দা।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম মুরাদ হোসেন ওই যুবককে এক সাথে দুই ডোজ টিকা দেওয়ার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, “ভুল করে দুইবার টিকা দেওয়া হয়েছে।

“ওই যুবকের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তিনি সুস্থ আছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

রোকনুজ্জামান জানান, তিনি জেনারেল হাসপাতালে গিয়ে টিকা দেওয়ার জন্য চেয়ারে বসেন। এ সময় এক নার্স তার বাম হাতে টিকা দেন। এর এক মিনিটের মধ্যে তিনি কিছু বুঝে ওঠার আগেই আরেক নার্স এসে আবারও টিকা দেন।

সাথে সাথে তিনি বিষয়টি বললে তাকে টিকাদান কক্ষের পাশে একটি শয্যায় শুইয়ে রাখা হয়।

বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে নির্দেশও দেয় স্বাস্থ্যকর্মীরা বলে জানান তিনি।

রোকনুজ্জামান সাংবাদিকদের বলেন, “এখন তার শরীর ঝিনঝিন করছে এবং দুর্বল লাগছে।”

এর আগে ৭ অগাস্ট নগরের সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার ৭৩ বছরের বৃদ্ধা জহুরা বেগমকে হাফিজুর রহমান ঈদগাহ ময়দান টিকাদান কেন্দ্রে দুইবার কোভিডের ভ্যাকসিন দেওয়ার খবর রয়েছে।