খুলনায় স্বাস্থ্য সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে খুলনার পাইকগাছা উপজেলার এক চিকিৎসকের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2021, 12:05 PM
Updated : 10 August 2021, 12:19 PM

গ্রেপ্তার আ জ ম সামসুদ্দিন মাসুদ (৩৮) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জীবননগর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, গত ৬ আগস্ট লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কাকিলা গ্রাম থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাসুদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

ওসি বলেন, “মাসুদ নিজেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক পরিচয় দিয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডা. সুজন কুমার সরকারের কাছে ফোন করেন।

তিনি সুজনের কাছে চাকরিতে বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরে তদন্ত কমিটি হয়েছে বলে জানান এবং এটা থেকে রক্ষা পেতে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে চাকরিতে সমস্যা হবে বলেও হুমকি দেন।

“সুজন একটি বিকাশ নম্বরে দুই ধাপে ৩৩ হাজার টাকা দিয়ে টাকা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে গেলে নম্বরটি বন্ধ পান। পরে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গত ৩ অগাস্ট মামলা করেন।”

মামলার পর প্রযুক্তির সহায়তায় লালমনিহাট জেলায় মাসুদের অবস্থান নিশ্চিত করে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান এ পুরিশ কমৃকর্তা।