হবিগঞ্জে দুই ডোজ টিকা গ্রহণকারী পর্যবেক্ষণে

হবিগঞ্জে এক মিনিটের ব্যবধানে করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়া চা শ্রমিককে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2021, 12:03 PM
Updated : 10 August 2021, 12:03 PM

মঙ্গলবার বিকেলে বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ বলেন, “ওই চা শ্রমিক তার বাড়িতেই আছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সার্বক্ষণিক তার শারীরিক অবস্থার খবরাখবর রাখা হচ্ছে। তিনি সুস্থ আছেন।”

টিকা গ্রহণকারী রবি কালিন্দী (৫৪) উপজেলার বৃন্দাবন চা বাগানের বাসিন্দা।

ডা. বাবুল কুমার জানান, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানিয়া আফরোজকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিষয়টি তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে যান রবি কালিন্দী। তার নামে করা রেজিস্ট্রেশন ফরমটি অনলাইনে যাচাই করা হয়।

তাকে টিকাদানকর্মীদের সামনের চেয়ারে বসতে বলা হয়। প্রথমে তার বাম হাতে একটি টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পরও ওই চা শ্রমিক চেয়ারটিতে বসেছিলেন।

এ সময় ওই টিকাদানকর্মী বিপরীত দিকে ঘুরে টিকা ভর্তি আরেকটি সিরিঞ্জ তার ডান হাতে পুশ করেন। লাইনে দাঁড়ানো অন্যরা বিষয়টি দেখে নজরে আনেন। সঙ্গে সঙ্গে চা শ্রমিক রবি কালিন্দীকে পর্যবেক্ষণে নেওয়া হয় বলে জানান তিনি।