বগুড়ায় একদিনে করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2021, 08:33 AM
Updated : 10 August 2021, 08:33 AM

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক জানান, জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই নয়জনের মৃত্যু হয়।

কোভিডে আক্রান্ত হয়ে মৃতরা হলেন- সদর উপজেলার আলামিন (৩৮), মহসীন আলী (৬৯), আবুল হাসান (৭৭), কোহিনূর (৫৩), লুৎফর রহমান(৬৮) ও শিবগঞ্জের সুফিয়া (৬০)। বাকি একজন অন্য জেলার।

এদিতে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন ৪৬১ জনের নমুনা পরীক্ষা করে ১০১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে সাজ্জাদ জানান।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৯০৬ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৮ জন এবং ১ হাজার ২০২ জন চিকিৎসাধীন রয়েছেন।