মৌলভীবাজারে অবৈধভাবে বালু তোলার দায়ে জনপ্রতিনিধি কারাগারে

মৌলভীবাজারে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে স্থানীয় এক জনপ্রতিনিধিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2021, 06:08 PM
Updated : 9 August 2021, 06:08 PM

সোমবার বিকেলে জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান।

দণ্ডিত স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ।

এ সময় অবৈধভাবে তোলা দুই লাখ ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন। এছাড়া বালু উত্তোলনের মেশিন পুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, জব্দকৃত বালু মঙ্গলবার দুপুর ২টায় নিলামে বিক্রি করা হবে।

শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন জানান, কিছু অসাধু মানুষ পরিবেশের ক্ষতি করে ধানি জমি খনন করে অবৈধভাবে ভুগর্ভস্থ বালু তুলছিল। খবর পেয়ে সোমবার বিকেলে ভূনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তাদের নাম সংগ্রহ করে এদের বিরুদ্ধেও নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।