খুলনায় কোভিড আক্রান্ত ২ শিশু হাসপাতালে ভর্তি

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত দুই শিশুকে ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2021, 01:30 PM
Updated : 9 August 2021, 01:30 PM

শনিবার এই দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয় বলে করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন।

এর আগে বেশ কয়েকজন শিশু করোনায় আক্রান্ত হলেও কাউকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি বলে সিভিল সার্জন জানান।

ডা. সুহাস রঞ্জন হালদার জানান, শনিবার বিকালে খুলনার বটিয়াঘাটা উপজেলার কল্যাণশ্রী গ্রামের শাহজাহান খাঁর ছয় মাসের ছেলে আমীর হামজাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই শিশুর পরিবারের আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে ডা. সুহাস জানান।  

তিনি আরও বলেন, একইদিন বিকালে ওই উপজেলার হোগলবুনিয়া গ্রামের কুমারেশ বালার নয় মাসের ছেলে সুমন বালাকে হাসপাতালে ভর্তি করা হয়।

“সুমনের মা সুজাতা বালাও (২৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

ডা. সুহাস আরও বলেন, এর আগে করোনা আক্রান্ত শিশুদের হাসপাতালের বহির্বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়। তারা বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছে। এই প্রথম হাসপাতালে করোনা আক্রান্ত শিশুরোগী ভর্তি হলো। 

খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, এর আগে করোনা আক্রান্ত কোনো শিশু হাসপাতালে ভর্তি হয়নি। খুলনায় এ পর্যন্ত কত শিশু করোনা আক্রান্ত হয়েছে সেই পরিসংখ্যান তার দপ্তরে নেই।