কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আবারো একটি মৃত ডলফিন ভেসে এসেছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2021, 12:17 PM
Updated : 8 August 2021, 12:17 PM

প্রায় ৭ ফুট দৈর্ঘের ডলফিনটিকে শনিবার বিকেলে সৈকতে দেখতে পান স্থানীয় জেলেরা।

স্থানীয়রা জানান, ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখের অগ্রভাগে জাল আটকে গেছে। তাদের ধারণা, ‘জেলেদের জালে আটকে মাছটি মারা গেছে’।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সাংবাদিকদের জানান, ভেসে আসা ডলফিনটি গঙ্গা নদী শুশুক প্রজাতির। এ প্রজাতির ডলফিনগুলো সাধারণত মাছ খেয়ে বেঁচে থাকে।

‘জেলেদের মাছ ধরার জালে আটকে অথবা বয়সের কারণেও মারা যেতে পারে। তাই মৃত ডলফিন জোয়ারের তোপে সমুদ্র তীরে চলে আসে।’

স্থানীয় জেলে মামুন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে মৃত ডলফিন সৈকতে ভেসে আসার খবর পেয়ে তা দেখতে মানুষজন ভিড় করে। এভাবে মৃত ডলফিন আর তিমি কুয়াকাটা সৈকতে এর আগেও আসছে।

এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন এবং তিমি সৈকতে ভেসে এসেছে।