বাংলাদেশের সীমায় ‘মাছ শিকার’, ১৩ ভারতীয় জেলেসহ ট্রলার আটক

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ১৩ ভারতীয় জেলেসহ তাদের একটি মাছ ধরার ট্রলার আটক করেছে কোস্ট গার্ড।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2021, 10:28 AM
Updated : 8 August 2021, 10:43 AM

শনিবার রাতে কোস্ট গার্ডের জাহাজ ‘সোনার বাংলা’ সমুদ্রে টহল দেওয়ার সময় এই অভিযান চালায় বলে কোস্ট গার্ড জানিয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, বাংলাদেশের জলসীমায় একটি বিদেশি ট্রলার অবৈধভাবে মাছ শিকার করছিল। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন কোস্ট গার্ডের টহলরত জাহাজ তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।

আমিরুল হক বলেন, ট্রলার ও আটক ১৩ ভারতীয় জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।