খুলনায় হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর

খুলনার রূপসা উপজেলার চারটি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2021, 04:36 AM
Updated : 8 August 2021, 04:36 AM

উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে শনিবার বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে রূপসা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু জানান।

তিনি বলেন, শতাধিক যুবক রামদা, চাপাতি, কুড়াল নিয়ে শিয়ালী গ্রামে হামলা চালায়। তারা বাজারের গণেশ মল্লিকের ওষুধের দোকান, শ্রীবাস মল্লিকের মুদি দোকান, সৌরভ মল্লিকের চা ও মুদি দোকান, অনির্বাণ হীরার চায়ের দোকান ও তার বাবা মজুমদারের দোকান ভাঙচুর করে।

এ সময় শিবপদ ধরের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয়। তার বাড়ির গোবিন্দ মন্দির, শিয়ালী পূর্বপাড়া হরি মন্দির, শিয়ালী পূর্বপাড়া দুর্গা মন্দির ও  শিয়ালী মহাশ্মশান মন্দিরের বেশিরভাগ প্রতিমা ভাঙচুর করা হয়।

ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান সাধন অধিকারী বলেন, “পাশের চাঁদপুর গ্রামের যুবকরা এই ভাঙচুরে অংশ নেয়। এভাবে মন্দির ও বাড়ি ভাঙচুরের ঘটনা এর আগে কখনও হয়নি।”

এ বিষয়ে খুলনার পুলিশ সুপার মাহবুব হাসান বলেন, ঘটনার পর এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।