রাজবাড়ীতে একসাথে দুই ডোজ টিকা, গৃহবধূ পর্যবেক্ষণে

রাজবাড়ীতে এক গৃহবধূর শরীরে একসাথে দুই ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার খবর পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2021, 01:29 PM
Updated : 7 August 2021, 01:49 PM

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসা কেন্দ্রে এ বিপত্তি ঘটে।

তবে সেই গৃহবধূ ইসমত আরাকে (৩১) হাসপাতালে পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ইসমত আরার স্বামী নাহিদুল হক স্বপন স্থানীয় সাংবাদিকদের জানান, শনিবার সকালে তার স্ত্রীর বাম হাতে টিকা দেয় স্বাস্থ্যকর্মী।

এ টিকা দেওয়ার পর তার টিকা দেবার স্থানটি অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরা ছিল। সে সময় ‘আরেক স্বাস্থ্যকর্মী এসে ডান হাতে টিকা পুশ করে দেয়’।

এক সাথে দুটি ডোজ টিকা দেওয়ায় তা নিয়ে দুচিন্তায় রয়েছেন বলে ওই গৃহবধূ।

ওই নারীকে ডবল ডোজ টিকা দেওয়ার কথা স্বীকার করে সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন স্থানীয় সাংবাদিকদের বলেন, “এটা আসলে ভুলবশত অথবা অসতর্কতা কারণে হতে পারে।

“এ বিষয়ে তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে কেন এমন ঘটনা ঘটেছে।”

ওই নারী সুস্থ আছেন উল্লেখ করে তিনি আরও জানান, তাকে বালিয়াকান্দি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।