ভারতের উপহার ৩০ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোলে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে প্রতিশ্রুত উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স দেশে এসেছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2021, 06:42 AM
Updated : 7 August 2021, 04:52 PM

বেনাপোল শুল্কভবনের চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, শনিবার সকালে ভারতের পেট্রাপোল বন্দর থেকে প্রতিশ্রুত উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে ঢুকেছে।

"বৃহস্পতিবার বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় উত্তরা মোটরসের নামে গেটপাস (আইজিএম) করা হয়েছিল। বেনাপোল স্থলবন্দরে ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকায় নেওয়া হবে।"

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনে অ্যাম্বুলেন্সের তিনটি কনসাইনমেন্টের গেটপাশ হয়। প্রতিটি কনসাইনমেন্টে ১০টি করে অ্যাম্বুলেন্স আনা হয়েছে। যার রপ্তানিকারক ভারতের ইসুজু লিমিটেড।

“অ্যাম্বুলেন্সগুলো সাড়ে ৯টায় বেনাপোল বন্দরে আসা শুরু হয় এবং সোয়া ১০টায় শেষ হয়। প্রতিটি অ্যাম্বুলেন্সের ইনভয়েস মূল্য ১৬ লাখ ৬৯ হাজার ৬০০ রুপি।”

বেনাপোলে উত্তরা মটরস এর প্রতিনিধি মেহেদি হাসান বলেন, উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। যাতে কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে।

এর আগে চলতি বছরের ২১ মার্চ ভারত সরকারের উপহারের প্রথম চালানে একটি অ্যাম্বুলেন্স দেশে আসে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহারের দ্বিতীয় চালানের ৩০টি  অ্যাম্বুলেন্স শনিবার রাতে ঢাকার উদ্দেশ্যে বেনাপোল বন্দর ছেড়েছে বলে জানান বেনাপোল স্থলবন্দরের সহকারীপরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম।