অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু ১১ দিন পর, স্বামী গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে অগ্নিদগ্ধ এক গৃহবধূ এগারো দিন পর হাসপাতালে মারা গেছেন। এই ঘটনায় তার স্বামীকে পুলিশ করেছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2021, 07:08 PM
Updated : 6 August 2021, 07:08 PM

শুক্রবার দুপুরে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ২৮ বছর বয়সী এই নারী মারা যান।

এই ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বরাত দিয়ে ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মন্ডল জানান, প্রায় পাঁচ বছর আগে ক্ষেতলাল উপজেলার রোয়ার গ্রামের রফিকুল ইসলামের ছেলে শারফুল ইসলাম রনির সঙ্গে এই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ শুরু হয়।

দাম্পত্য কলহের জেরে গত ২৬ জুলাই দুপুরে রোয়ার গ্রামের বাড়িতে শারফুল তার স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন বলে মামলায় অভিযোগ করা হয়।

ওসি আরও বলেন, অগ্নিদগ্ধ গৃহবধূকে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

গৃহবধূর বাবার করা মামলায় শারফুল ইসলাম রনিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান ওসি।