খুলনায় কোভিডে মৃত্যু আরও ৩৬, শনাক্ত ৭৬১

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছে; ৭৬১ জনের শরীরে কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2021, 03:42 PM
Updated : 6 August 2021, 03:42 PM

শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট মেশিন এবং র‌্যাপিড অ্যান্টিজেন প্রক্রিয়ায় মোট তিন হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্ত হয় ৭৬১ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৪৪ শতাংশ।

“আগের ২৪ ঘণ্টার চেয়ে ২১টি বেশি নমুনা পরীক্ষা হয়েছিল। শনাক্তের হার ছিল ২৫ শতাংশ।”

স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৪৫৪ জনের। সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৪ হাজার ৬৯০ জনের করোনা হয়েছে।

বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৫৯০। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ২ দশমিক ৬৩।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন, খুলনায় ৯ জন, ঝিনাইদহে ৬ জন, যশোরে ৫ জন, মেহেরপুরে ৪ জন, বাগেরহাটে ও নড়াইলে একজন করে রয়েছেন।

বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৬৬৬ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬০৮ জনের। এছাড়া যশোরে ৩৭৯, ঝিনাইদহে ২২৩, চুয়াডাঙ্গায় ১৭২, মেহেরপুরে ১৫৪, বাগেরহাটে ১৩০, নড়াইলে ৯৭, সাতক্ষীরায় ৮৫ ও মাগুরায় ৭৬ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৩৫৪ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার প্রায় ৭৮ শতাংশ।