পাবনার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সংবাদ প্রকাশের জেরে পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2021, 01:50 PM
Updated : 6 August 2021, 01:50 PM

গত ৯ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয় বলে সৈকত আফরোজ আসাদ জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি সৈকতকে জানান।

মামলার নথি থেকে জানা যায়, গত ৮ মার্চ পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি গ্রামে একটি অস্ত্র তৈরি কারখানার সন্ধান পায় আমিনপুর থানার পুলিশ। ওই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

ওইদিনই এ ঘটনা নিয়ে সৈকত আফরোজ সম্পাদিত পাবনা মেইল টোয়েন্টিফোর ডটকমে ‘সাবেক এমপির ভাতিজার বাড়িতে কারখানা, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

ওই প্রতিবেদন সৈকত তার ব্যক্তিগত ফেইসবুকে শেয়ার করেন বলেও মামলায় অভিযোগ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই উল্লেখ করে পাবনা-২ আসনের এই সাংসদ আরও অভিযোগ করেন, সাংবাদিক সৈকত তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতেই সংবাদটি প্রকাশ করেছেন।

মামলা করায় পাবনার গণমাধ্যমকর্মীরা নিন্দা জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করেছেন।

এই মামলাকে ‘মিথ্যা’ ও ‘উদ্দেশ্য প্রণোদিত’ উল্লেখ করে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

তা না হলে জেলার সাংবাদিকদের নিয়ে লাগাতার কঠোর কর্মসূচির দেওয়ার হুমকি দেন তিনি।