নেত্রকোণায় হাওরে মিলল ব্যবসায়ীর লাশ

নেত্রকোণার এক হাওর থেকে ব্যবসায়ীর বস্তাবন্দি ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 02:29 PM
Updated : 5 August 2021, 02:32 PM

বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের চৌতারা হাওর থেকে লাশটি উদ্ধারের আগে পুলিশ একজনকে আটক করেছে।

নিহত ধান ব্যবসায়ী আব্দুল মজিদ (৪৫) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

আটক হচ্ছেন, বাদল মিয়া উপজেলার হারাকান্দি গ্রামের ধানের ফরিয়া ব্যবসায়ী আবুল মিয়ার ছেলে।

খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান জানান, আব্দুল মজিদ ধান কেনার জন্যে টাকাসহ গত সোমবার  বাড়ি থেকে বের হয়ে খালিয়াজুরীর বাদল মিয়ার বাড়িতে যান। ওই দিন রাত ৮টার পর থেকে তার মোবাইলফোন বন্ধ থাকে।

এ কারণে মজিদের সাথে তার বাড়ির লোকজন কথা বলতে না পারায় পরদিন ঘটনাটি থানায় জানান। পুলিশ ঘটনার তদন্তে নেমে বুধবার বাদল মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জেলেরা বস্তাবন্দী লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে হাওর থেকে অর্ধগলিত বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করে। মজিদের ভাই আব্দুস সালাম লাশ শনাক্ত করেন বলেন তিনি।

ওসি আরও বলেন, “মজিদের সাথে থাকা টাকা হাতিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।