রংপুরে সাঁতার শিখতে নেমে তিন বোনের মৃত্যু

রংপুরে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নেমে তিন বোনের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 02:15 PM
Updated : 5 August 2021, 02:15 PM

বৃহস্পতিবার বিকালে বদরগঞ্জ উপজেলার কুতুপুর ইউনিয়নের নাটারাম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হল, উপজেলার ওসমানপুর রবিউল ইসলামের মেয়ে রাবেয়া বাশরী (১০), তার বড় বোন রুবিনা আক্তার (১৬) এবং তাদের জ্যাঠাতো বোন সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১১)।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী ও স্বজনরা জানান, এক সপ্তাহ আগে উপজেলার ওসমানপুর থেকে নাটারাম শেখপাড়ায় ফুপু কোহিনুর বেগমের বাড়িতে বেড়াতে যান সাদিয়া, রাবেয়া ও রুবিনা।

বৃহস্পতিবার বিকালে ফুপুর বাড়ির পাশে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নামে তারা। এ সময় ‘পা পিছলে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় তিন বোন’।

আশপাশের লোকজন ছুটে এসে নদী থেকে মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক এ এইচ এম সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।”