রংপুরে কোভিডে একদিনে আরও ১৮ মৃত্যু, শনাক্ত ৫০২

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৫০২ জন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 12:06 PM
Updated : 5 August 2021, 12:06 PM

এ নিয়ে রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ হাজার ৯৮৮ জনে দাঁড়াল বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ বিভাগে গত পাঁচদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। যা গড়ে প্রতি দিন ১৫ থেকে ১৭ জনে দাঁড়িয়েছে।”

এদিকে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কোভিডে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের সাতজন, ঠাকুরগাঁওয়ের চারজন, দিনাজপুরের তিনজন, পঞ্চগড় দুইজন, লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

এ সময়ে বিভাগে ১ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরের ১৩৯ জন, ঠাকুরগাঁওয়ের ৭৪ জন, দিনাজপুরের ৭২ জন, কুড়িগ্রামের ৬৫ জন, পঞ্চগড়ের ৪৭ জন, নীলফামারীর ৪৪ জন, গাইবান্ধার ৪০ জন ও লালমনিরহাটের ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যার শনাক্তের হার ৩০ দশমিক ৪৪ শতাংশ।

মোতাহারুল জানান, করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে মোট ২ লাখ ২৩ হাজার ৯৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রংপুর বিভাগের হাসপাতালগুলোতে রোগী ভর্তির চাপ বেড়েছে বলে জানান তিনি।