করোনাভাইরাস: খুলনা বিভাগে একদিনে আরও ৩৪ মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৪ জন মারা গেছেন। এ সময় নতুন করে ৮১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 11:34 AM
Updated : 5 August 2021, 11:48 AM

বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য জানান।

তিনি বলেন, এর আগে বুধবার খুলনা বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত ৩৫ জনের মৃত্যু হয়েছিল। আর সংক্রমণ শনাক্ত হয়েছিল ৭৪৫ জনের।

“আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম হয়েছে। এ সময় মৃত্যুর সংখ্যা কমেছে। তবে শনাক্তের হার ও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।”

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে আরটিপিসিআর, জিন এক্সপার্ট মেশিন এবং র‌্যাপিড অ্যান্টিজেন এই তিন প্রক্রিয়ায় মোট ৩ হাজার ২৬৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এ মধ্যে  ৮১৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

যার শনাক্তের হার ২৫ শতাংশ বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান।

আগের ২৪ ঘণ্টা এর চেয়ে ১১১টি বেশি নমুনা পরীক্ষা হয়েছিল। যার শনাক্তের হার ছিল ২২ দশমিক শূন্য ৫ শতাংশ।

খুলনা বিভাগে এখন পর্যন্ত মোট ৯৭ হাজার ৬৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৪ হাজার ৫১৪ জনের শনাক্ত হয়েছে।

বিভাগে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৫৫৪। মৃত্যুর হার ২ দশমিক ৬১।

বিভাগের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৬৫৭ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৫৯৮ জনের বলে জসিম উদ্দিন জানান।