কুষ্টিয়ায় অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ২

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে এক অন্তঃস্বত্ত্বা নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 10:50 AM
Updated : 5 August 2021, 10:50 AM

উপজেলার আট মাইল বহলবাড়িয়া এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান।

নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার চাদগ্রামের সুবোল হোসেনের স্ত্রী মেহের নিগার (৩০) ও দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের গোলাম মোস্তফার ছেলে শিশির (১৭)।

এ ঘটনায় আহতরা হলেন- মেহেরের স্বামী সুবোল (৩৭) ও অটোরিকশার অপর যাত্রী রিয়াজ উদ্দিন (১৬)। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দৌলতপুর থেকে কুষ্টিয়াগামী সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে কুষ্টিয়া থেকে ভেড়ামারাগামী  মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা গিয়ে অটোরিকশার ভেতর থেকে আহত অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করে।

ওসি বলেন, অন্তঃস্বত্ত্বা মেহের তার স্বামী  সুবোলের সঙ্গে ডাক্তার দেখাতে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনায় আহত হন তিনি।

“পরে পুলিশ খবর পেয়ে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তৃব্যরত চিকিৎসক মেহের ও শিশিরকে মৃত ঘোষণা করেন।”

নিহতের তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে।