উখিয়ায় ৪ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া থেকে চার লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি। 

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 08:02 AM
Updated : 5 August 2021, 08:02 AM

বিজিবির কক্সবাজার-৩৪ ব্যালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, উপজেলার রত্নাপালং ইউনিয়নের সীমান্তবর্তী করাইবুনিয়া এলাকা থেকে বুধবার গভীর রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আলী হায়দার বলেন, “মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার বড় একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পরে স্থানীয় এক পাহাড়ের জঙ্গলে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ৪ লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

“পরে উদ্ধার করা ইয়াবার চালান নিয়ে স্থানীয় রেজুপাড়া বিওপিতে ফিরে যাওয়ার সময় পাচারকারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি করে।”

এক পর্যায়ে পাচারকারিরা পাহাড়ের দিকে পালিয়ে যায় বলে জানান বিজিবির এ কর্মকর্তা।  

তিনি বলেন, উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১২ কোটি ৩০ লাখ টাকা। এ ঘটনায় উখিয়ায় থানায় মামলা দায়ের করা হয়েছে।