গাইবান্ধায় হামলায় ছাত্রলীগ নেতা নিহত

গাইবান্ধায় ‘আমের দাম নিয়ে বাগবিতণ্ডার জেরে’ হামলায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

গাইবান্ধার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 06:24 AM
Updated : 5 August 2021, 06:24 AM

নিহত মঞ্জুরুল হাসান লিখন (৩৮) গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জেলা শহরের পশ্চিম পাড়ার মাহাবুবুর রহমানের ছেলে তিনি।

বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান।

তিনি বলেন, বুধবার দুপুরের দিকে লিখন শহরের হকার্স মার্কেটের পাশের রাস্তায় শরিফ মিয়া নামে এক ব্যক্তি দোকানে আম কিনতে যান। সেখানে আমের দাম নিয়ে শরিফের সঙ্গে লিখনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা সমঝোতা করে দেয়।

“এরপর সন্ধ্যায় লিখন শহরের সেন্ট্রাল রোডে জেলা বিএনপি অফিসের সামনে গেলে কয়েকজন হামলা চালিয়ে তাকে মারধর করে। আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।”

এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।